Wednesday, May 19, 2021

আব্দুর রাজ্জাক বিন ইউসুফের তিনটি ওছিয়তের প্রথমটি

১. জীবনে একটি কাজের সাথে কোন দিন আপোষ করবেন না সেটা হল নামাজ/ সালাত, কোন দিন বলিয়েন না একটু পর পরব বলিয়েন না যে কাল থেকে পড়ব , কেন ? কারন এটা একটা আসচারজ ইবাদত আপনার বাসার সামনে রাস্তায় গর্ত হয়ে গেছে বৃষ্টি তে পানি জমে মানুষের কষ্ট হয় , আপনি লেবার দিয়ে ইট দিয়ে মেরামত করে দিলেন বিনিময়ে জান্নাত আপনার বাড়ির সামনে কুকুর মরে পরে আছে গন্ধ বের হচ্ছে আমি দূরে নিয়ে পুতে দিলেন , বিনিময়ে জান্নাত প্রমান বুখারি মুসলিমের হাসিদ , সেটা কি ---- ঐযে ঐযে ঐযে লোক যা জান্নাতে চলে গেল ,কেন? সে কেন জান্নাতে গেল , রাস্তায় গাছ পরে ছিল লোক টা কেটে সরিয়ে দিয়েছে , এই টুকুর বিনিময়ে জান্নাত --সহী বুখারি শরীফ কিন্তু আল্লার নবী বলছেন সব নেকী নিরবর করে নামাজের উপর , নামাজ নেই তাঁর কিছুই নেই , নামাজ আছে সব আছে ।