Monday, April 13, 2020

শুভ নববর্ষ ১৪২৭ স্বাগতম

একটি বছর অতিক্রান্ত করে বাঙালিরা এগোতে চলেছে এক নতুন বছরের সূচনার পথে। ১৪২৬ সনকে বিদায় জানিয়ে বাঙালি বরণ করে নেবে ১৪২৭ সনকে।

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে ১৪ই এপ্রিল অথবা ১৫ই এপ্রিল পয়লা বৈশাখ বা নববর্ষ পালিত হয়। সেইমতোই এবছর নববর্ষ পালিত হতে চলেছে আগামীকাল অর্থাৎ ১৪ এপ্রিল। দুঃখ-কষ্ট, মনের সমস্ত গ্লানি ভুলে এগিয়ে যাবার সময় এসেছে। তবে এই বছরটা একটু অন্যরকম।

করোনা ভাইরাসের কবলে পড়ে দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জনজীবন। তাই কিছুটা হলেও মন খারাপ বাঙালিসহ গোটা বিশ্ববাসীর।
কচি পাঁঠার ঝোল, চিংড়ি বা ইলিশ, আপামর বাঙালির পাতেও পড়েছে ভাটা। সবমিলিয়ে নববর্ষের সেই আনন্দ এখন অধরা।