Monday, October 21, 2019

১১ দাবি না মানলে খেলবেন না সাকিব, মুশফিকুররা! অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ

shawon bond:  বিভিন্ন প্রতিবেদন থেকে আমি যা বুজলাম









  নভেম্বরে কি ভারত-বাংলাদেশ সিরিজ হচ্ছে? পড়শি দুই দেশের ক্রিকেট ভক্তদের মুখে উঠে আসছে এই প্রশ্ন। যার কারণ, বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের এক সাংবাদিক বৈঠক। যেখানে ক্রিকেট বোর্ডের কাছে মোট ১১টি দাবি রেখেছন ক্রিকেটাররা। যা পূরণ না হলে, 'কোনও ধরনের ক্রিকেট খেলবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।'


ক্রিকেটারদের দাবিতে, বেতন-ভাতা বৃদ্ধির পাশাপাশি প্রিমিয়ার লিগে একাধিক পরিবর্তনের দাবিও করা হয়েছে। সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হন সাকিব, তামিম, মুশফিকুররা। ক্রিকেটারদের অভিযোগ, 'বিগত কয়েক বছরে খারাপ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে BPL-এ।' মাহমুদউল্লাহ বলেন, 'জানেন গত কয়েক বছরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের কী অবস্থা হয়েছে? সবাই অসন্তুষ্ট।' জানা গেছে, পারিশ্রমিক নিয়ে ক্রিকেটারদের মধ্যে তুমুল ক্ষোভ।

প্রসঙ্গত, গত মাস থেকেই BPL-এ ফ্র্যাঞ্চাইজি মডেল বাতিল করেছে বোর্ড। যার সোজা প্রভাব পড়েছে ক্রিকেটারদের আয়ে।



আপনাদের মতামত জানাতে ভুলবেননা

Labels: