Tuesday, July 23, 2019


আমি অনির্বাণ  আমিই  শিখা 
shawon bond

 
প্রলয় নৃত্য ভেঙ্গে নব জাতকের আহবানে
অনিয়ম উশ্রিংখল পদ ধলে
নতুন পৃথিবীর বিজয় কেতন ওড়াই মহা কৌশলে । 
কভু সৃষ্টির উগ্র নিঃশ্বাস  ঝড় , ঝঞ্ঝা ধুমকেতুর পুচ্ছ প্রলয়ংকর
রুদ্র রবি বটবৃক্ষের তরছায়া শত আনন্দ পুস্পটিত মানবের খেলাঘর । 
নব দিপ্ত আলোক অন্নেসা, তারুন্যর হোলি সুর সিন্ধু
আমি সকল জাতীর বন্ধু ।
আমি কভু উচ্ছাস , জনতার তেজ দিপ্ত দুর্বার কণ্ঠ 
শোষক স্বার্থান্বেষীর ভয়ংকর ন্যায়দণ্ড ।/

আমি নব যৌবন প্রেমাস্পদ , চঞ্চলা বালিকার কণ্ঠ শৈলী
স্বপ্নের পুরুষ চোখের কাজল মান অভিমানে তার সাথে গড়ে উটে মিতালী ।

ঘাতে প্রতিঘাতে সত্যর হুংকার আনি বিপ্লব বিদ্রোহ ঘটাই কভু প্রচণ্ড
রনে অনির্বাণ পদ পিষ্ট করি ভয়ংকর বেঈমান ও ভণ্ড ।

সব হৃদয়ে আমার বসবাস এক পরিবেশ বন্ধু কবি ।