Sunday, May 12, 2019

shawon bond 

সফলতার মৌলিক কিছু বিষয় নিয়ে কথা বলব আপনাদের সামনে আমি
                                      shawon bond 



জীবনে সফলতা লাভ করতে কে না চায়। কিছু জিনিস এড়িয়ে চললে এবং নিজের লক্ষ্য ঠিক করে সে অনুযায়ী চেষ্টা করে গেলে সফলতা লাভ করাটা কিন্তু কঠিন কিছু না। তবে পৃথিবীতে এমন অনেকেই আছে যারা জীবনে অন্যান্য বিষয়কে প্রাধান্য দিতে গিয়ে নিজের সফলতার পথ থেকে অনেক দূরে সরে যায়।



১. অল্পতেই হতাশ হয়ে না পড়া:


২. একসাথে অনেককিছুর পেছনে ছোটা যাবে না
 

৩. অতীত নিয়ে বেশি বেশি চিন্তা করা না 

৪. ভবিষ্যতের জন্য অপেক্ষা করা হবে 

৫. সবকিছু নিয়ে নেগেটিভ চিন্তা করা না 

৬. অন্যের কথায় কান দেয়া না

 
৭. সফলতা ধীর গতিতেই আসে 


                                       STAY CONNECTED


                                           BOND GROUP BANGLADESH