Tuesday, June 25, 2019

জিবনের কথা

shawon bond  

জিবনে অনেক কিছু করার চাইতে যা কিছু আছে তা  উন্নত উচিৎ । সময়ের সাথে অনেক কিছু করা হয় না , যার জন্য জিবনে অনেক পিছিয়ে যেতে হয় । ছোট ছোট কাজ মিলে অনেক মহৎ কাজের দেখা মিলে । তাই উচিৎ ছোট ছোট কাজকে অবহেলা না করা 

Labels:

Friday, June 7, 2019

Shawon_bond

#Shawon_bond
#Shawon_bond


বিজয় সিংহ দীঘি
রাজা বিজয় সিংহের নামানুসারে দীঘিটির নামকরণ করা হয়েছে।

এ দীঘি ফেনী শহরের প্রায় ২ কিঃমিঃ পশ্চিমে বিজয় সিংহ গ্রামে ফেনী সার্কিট হাউজের সামনে অবস্থিত। এ দীঘির আয়তন ৩৭.৫৭ একর। দিঘীর চৌপাড় খুব উঁচু ও বৃক্ষ শোভিত। ১৯৯৫ সালে বৃক্ষ চারা রোপন করে বর্তমান এ পরিবেশের সৃষ্টি করেন।

Labels: